প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ০৫ মে ২০২২ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ইইডি)-এর প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন। ইতোপূ্র্বে তিনি এ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।
শাহ্ নইমুল কাদের একজন মেধাবী প্রকৌশলী ও দক্ষ কর্মকর্তা। তিনি একজন প্রাজ্ঞ স্ট্রাকচালার ডিজাইন ইঞ্জিনিয়ারও বটে। সুদীর্ঘ সরকারি চাকুরির কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের স্ট্রাকচারাল ডিজাইন শাখায় সহকারী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন, সর্বশেষ তিনি এ শাখায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাঠ পর্যায়ের জোনাল নির্বাহী প্রকৌশলী হিসেবেও কর্মরত ছিলেন।
তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে বি এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি বিজনেস এম, বি, এ (মানবসম্পদ ব্যবস্থাপনা) মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, ই-টেন্ডার, কনষ্ট্রাকশন সাইট ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল ডিজাইন এন্ড সাব-সয়েল ইনভেষ্টিগেশন, টল বিল্ডিং ডিজাইনি এন্ড সুপারভিশন, জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেম (জি.আই.এস) ও পাবলিক প্রকিউরমেন্ট প্রশিক্ষণ গ্রহণ করেন।