আমাদের প্রকৌশল ডেস্ক
জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৯৬৫) পালন করেছে। শাখা ইউনিয়ন সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাসহ ১২ অক্টোবর সকাল ৯-৩০ টায় গ্রীন রোডস্থ পানি ভবনের সামনে শ্রমিক কর্মচারী সমাবেশে যোগ দেয়।
এসময় র্যালিতে জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৯৬৫) সভাপতি কবির আহামদ মজুমদার, কার্য করী সভাপতি সৈয়দ ইকরামুল হক, সহ-সভাপতি রহিমা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ স্বপন মিয়া, সহ-সম্পাদক মোঃ মিলন হোসেন, মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জনাব আবির হোসেন, শাহবাগ থানার যুগ্ন সম্পাদক শেখ রাজু, সম্মানিত সদস্য আযম, সজিব, ফারুক, সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর কুতুব আলম মান্নান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম আযম খসরুর নেতৃত্বে আরও একটি বর্ণাঢ্য র্যালী ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ শ্লোগান সহকারে ৩২ নং ধানমন্ডিস্থ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ আপোষহীনভাবে বিগত ১৯৬৯ সালের ১২ অক্টোবর হতে ২০২২ খ্রিঃ পর্যন্ত শ্রমিক কর্ম চারীদের দাবী আদায় ও অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িত উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে সর্ব দা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।