দীর্ঘদিন ধরে নানান কর্মকান্ডে বিতর্কিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের ঘুষ, দুর্ণীতি, স্বজনপ্রীতি, কমিশন বাণিজ্য ও আত্মীয়করণের বিরুদ্ধে পাবনায় মানবন্ধন কর্মসূচী পালন করেছে ভূক্তভোগী ঠিকাদারা।
সোমবার (১০অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে জুনায়েদ কন্স্ট্রাকশনের ঠিকাদার মেহেদী হাসান হীরক, গহের কন্স্ট্রাকশনের গহের আলী, রফিক উদ্দিন শেক কন্স্ট্রাকশনের ঠিকাদার রফিক উদ্দীন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের ভাগ্নে জামাই সেলিম হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট পাবনার জনস্বাস্থ্য অফিস জিম্মি করে রেখেছে। সাইফুর রহমানের প্রভাব খাটিয়ে তার আত্মীয়রা কাজ হাতিয়ে নেয় এবং কমিশন বাণিজ্য করে অন্যদের কাজ দেয়। এতে পাবনার সাধারন ঠিকাদাররা কোন কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ ঠিকাদাররা অবিলম্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সকল অপকর্মের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান।