নাজমুল হাসানঃ
কর্মবীর ড. মাহবুবুর রহমান মোল্লার পিতা আলহাজ্ব আব্দুল কাদের মোল্লার ৩য় মৃত্যু বার্ষিকী ২৯ জানুয়ারী।ডঃ মাহবুবুর রহমান মোল্লা ১৯৯৩ সাল থেকে অদ্যবধি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল। তাঁর জীবন কর্মময়। দেশের মাধ্যমিক শিক্ষা বিস্তার ও সংস্কার সাধনে তিনি অনবদ্য অবদান রেখে যাচ্ছেন।যার কর্ম ও চিন্তায় নিহিত রয়েছে নেতৃত্বের সাহসী প্রতিভা।মাধ্যমিক শিক্ষার অন্যতম অগ্রদূত সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা। বাংলাদেশের জাগরণ চিন্তার সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা নিজেকে সম্পৃক্ত করেছেন শিক্ষা বিস্তারের মাধ্যমে।এশিয়ার মর্যাদাপূর্ণ পুরষ্কার সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন ড. মাহবুবুর রহমান মোল্লা।শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়জন অধ্যাপক সম্মাননা পান তাদের মধ্যে ডঃ মাহবুবুর রহমান মোল্লা অন্যতম।ড.মাহবুবুর রহমান মোল্লা ২ অক্টোবর, ১৯৭১ সালে তৎকালীন ডেমরা থানার মাতুয়াইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম মোল্লা পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পিতা আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা এবং মাতা মোসাম্মৎ মোখলেছুন নেসার পাঁচ পুত্রের মধ্যে তিনি তৃতীয়।মাতুয়াইল ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের সূচনা। ১৯৮৬ সালে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৮৮ সালে নটরডেম কলেজ হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯০ সালে সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ হতে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে এমএসসি, ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমএড (প্রশাসন) ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইর্য়ক থেকে ‘Secondary Education System of Bangladesh’ অভিসন্দর্ভের ওপর প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ ও প্রফেসর উইলসন এর তত্ত্বাবধানে PhD Degree লাভ করেন । ১৯৯৩ থেকে অদ্যাবধি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। ২০০৩ সালে তারই নেতৃত্বে কলেজ শাখা উন্মুক্ত হয়। ২০১০ সালে যাত্রাবাড়ীর নিকটবর্তী ডেমরাতে নিজ নামে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।ড. মাহবুবুর রহমান মোল্লার হাত ধরেই সামসুল হক খান জুনিয়র হাই স্কুল পুরোদস্তুর হাইস্কুল হয়ে উঠে। স্বল্পকালের মধ্যে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। ২০০৩ সালে কলেজ শাখা উন্মুক্ত হয়। ২০১৫ সালে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ এসএসসি তে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করে। ২০১২ সালে অধিকার করে দ্বিতীয় স্থান। বেশিরভাগ বছর এসএসসি থেকে এইচএসসি পর্যায়ে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে সেরাদের সাড়িতে অবস্থান করে এ কলেজ। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ নতুন হয়েও সাফল্য আলোড়ন সৃষ্টি করে। দেশের অন্যতম খ্যাতনামা মহাবিদ্যালয় হিসাবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এখন সুপরিচিত। ২০০৮ সালে ঢাকা বোর্ডে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ করে। ২০০৫ সালে প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক শ্রেষ্ঠ অধ্যক্ষের সম্মাননা লাভ করে। ২০১৪-২০১৮ পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার বৈশ্বিক ঐক্য মঞ্চ HWPL এর সঙ্গে যুক্ত থাকেন এবং HWPLএর বাংলাদেশস্থ Peace Ambassador নিযুক্ত হন।এশিয়ান কমিউনিকেশন অফ বিজনেস’স এন্ড সিএমও’র সর্বোচ্চ মর্যাদার পুরষ্কার “দ্যা বাংলাদেশ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড” পেয়েছেন তিনি।হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এশিয়ান কমিউনিকেশন অফ বিজনেস এবং সিএমও এশিয়া আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয় তাকে।ডঃ মাহবুবুর রহমান মোল্লার পিতা আলহাজ্ব আব্দুল কাদের মোল্লার ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির উদ্যোগে নানা কর্মসুচী পালিত হয়েছে।এসব কর্মসুচী থেকে সবাই তার রুহের মাগফেরাত কামনা করেন।এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।