নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-৫ আসনের প্রয়াত চার বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার ৮৪ তম জন্মদিন উপলক্ষে ৬৬ নং ওয়ার্ডের নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২৭ শে জানুয়ারি (বৃহস্পতিবার)বাদ মাগরিব
ঐতিহ্যবাহী ডগাইর বাজার দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডগাইর পশ্চিম পাড়া উত্তর ইউনিটের সভাপতি মাহবুব আলম ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান মোল্লা সজল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সারুলিয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোবারক সাউদ,প্রয়াত সাংসদের এপিএস জামাল উদ্দিন পাটোয়ারী,সারুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ তালুকদার,বামৈল উত্তর ইউনিটের সভাপতি জনাব নাসির মেম্বার, সাবেক সদস্য সারুলিয়া ইউনিয়নের জনাব মোতাহার হোসেন, ৬৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান তালুকদার সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ সেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল এ প্রয়াত সাংসদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনী নিয়ে স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয়।
উল্লেখ্য যে, হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন।চারবারের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ৬ মে ২০২০ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।২০০৮ সালের নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।