নাজমুল হাসান,ঢাকাঃ
বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের কমিশনার জনাব মোঃ মমিন উদ্দিন (উপ-সচিব) পরিচালক জোন-৭, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং সম্পাদক প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা, নির্বাচিত হয়েছেন।২৯ জানুয়ারি,২০২২ তারিখ শনিবার, বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের নিজাম হলে ঢাকা মহানগরী স্কাউটসের ২৫তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিল সভায় উপস্থিত কাউন্সিলরগণের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭ এর পরিচালক জনাব, মোঃ মমিন উদ্দিন (উপ-সচিব) এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লাকে নির্বাচিত করেন। বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের ২৫ তম বার্ষিক ত্রৈবার্ষিক সাধারণ সভা ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (সংগঠন) জনাব শেখ রফিকুল ইসলাম পিএএ, প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কাউন্সিলে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার জনাব ড. সাধন কুমার বিশ্বাস। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইলিয়াস মেহেদী, ঢাকা জেলা শিক্ষা অফিসার জনাব মো. আব্দুল মজিদ ও ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলেয়া ফেরদৌসি শিখা, অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল হক, জনাব মো. শাহাবুদ্দিন শেখ। যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব, মো. দীন ইসলাম। গ্রুপ কমিটির সভাপতি অধ্যক্ষ, সাইফুল আলম ও অধ্যক্ষ জহুরা বেগম। ইউনিট লিডার প্রতিনিধি জনাব, মো. শরিফুল ইসলাম ও রওশন আরা বেগম। লিডার ট্রেনার প্রতিনিধি জনাব এহ্তেশামুর রহমান ও জনাব, মো. মফিজুল হক মোল্লা। সহকারি লিডার ট্রেনার প্রতিনিধি নির্বাচিত হন জনাব, মো. বখতিয়ার কুতুবী ও জনাব আফরোজা খাতুন। বাংলাদেশ স্কাউটসের অনুসৃত নীতিমালার আলোকে এ দেশে দক্ষ মানব সম্পদ ও সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের সুষ্ঠু দৈনিক ও মানসিক বিকাশ এবং তাদের স্বাবলম্বী, দায়িত্ববান ও উন্নত চরিত্রের অধিকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন প্রশংসার দাবিদার। বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের সভাপতি ও জেলা প্রশাসক, ঢাকা জনাব মো. শহিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং সম্প্রসারণ ও নিয়মিত স্কাউট কার্যাবলী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান।